ঢাকা, ২৯ নভেম্বর শুক্রবার, ২০২৪ || ১৫ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৪০৪

ট্রাম্পের বিরোধিতা করায় শীর্ষ নির্বাচনী কর্মকর্তা বরখাস্ত 

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:১৩ ১৮ নভেম্বর ২০২০  

নির্বাচনে কারচুপি হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন অভিযোগের বিরোধিতা করায় নির্বাচনী শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।

 

ট্রাম্প জানান, ভোট গণনা নিয়ে চরম অসত্য কথা বলায় সাইবারসিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি অ্যাজেন্সির (সিআইএসএ) প্রধান ক্রিস ক্রেবসকে অব্যাহতি দেওয়া হয়েছে।

 

মার্কিন নির্বাচনে পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন ট্রাম্প। ভোট গণনায় ব্যাপক কারচুপি হয়েছে বলে অভিযোগ তার। তবে কোনো প্রমাণাদি উত্থাপন করেননি তিনি।

 

এবারের নির্বাচনকে মার্কিন ইতিহাসে সবচেয়ে সুরক্ষিত নির্বাচন বলে আখ্যা দিয়েছেন নির্বাচনী কর্মকর্তারা।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর